বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি পৌর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অনুর্ধ্ব ১৫ বছর বয়সি ৪০জন ফুটবল খেলোয়ার নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্ভোধন করেছেন। জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, জেলা তথ্য অফিসার লেলিন বালা, ঝালকাঠি ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি আল মামুন খান ধলু উপস্থিত ছিলেন। ১০দিনে সকাল বিকেল ২১টি সেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ শেষ করা হবে। প্রশিক্ষণ শেষে ৫ জনকে বাছাই করে বিভাগীয় পর্যায়ে পাঠানো হবে। ঝালকাঠির বিশিষ্ট ফুটবল খেলোয়ার মোঃ নুর নবী প্রশিক্ষণ পরিচালনা করবেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
শিরোনাম :
ঝালকাঠিতে স্কুলের ছাত্রদের ফুটবল প্রশিক্ষণ
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ১০:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- ৮ সময় দেখুন
জনপ্রিয়
Translate »