ভিয়েনা ০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ২৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস কর ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”—এমন স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, টাঙ্গাইল-এর বিচারক কাউসার আহমেদ, স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খান।

আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রের দুর্বল ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইডের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে চলতি বছরে লিগ্যাল এইডের প্যানেলভুক্ত সেরা আইনজীবী হিসেবে খন্দকার ইমদাদুল হক ও রওশন আরা সিদ্দিকী লুসির হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

আলোচনা সভার আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এতে বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেটের সময় ০১:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস কর ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”—এমন স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, টাঙ্গাইল-এর বিচারক কাউসার আহমেদ, স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খান।

আলোচনা সভায় বক্তারা রাষ্ট্রের দুর্বল ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইডের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে চলতি বছরে লিগ্যাল এইডের প্যানেলভুক্ত সেরা আইনজীবী হিসেবে খন্দকার ইমদাদুল হক ও রওশন আরা সিদ্দিকী লুসির হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

আলোচনা সভার আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এতে বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস