টাঙ্গাইলে ‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা” দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে টাঙ্গাইলের সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। দাবি মানা না হলে ৭১ টেলিভিশন ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা।

রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করে আমার দেশ পাঠক মেলা, টাঙ্গাইল জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ফ্যাসিবাদী সরকারের সহযোগী ৭১ টেলিভিশন উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাহমুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং ৭১ টেলিভিশনের সম্প্রচার লাইসেন্স বাতিলের দাবি জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান রাজনীতিবিদ হামিদুল হক মোহন।

পাঠক মেলা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এবং জেলা ব্যবসায়ী ঐক্য জোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামীম,ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু,জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আশরাফ পাহেলী,জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি শামিমুর রহমান খান শামীম,পাঠক মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক জোবায়ের,এবং দৈনিক আমার দেশ টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »