ভোলা(সদর)প্রতিনিধিঃ ভোলা শহরের সুইজগেট এলাকায় দোকানে তালা মারা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাজাহান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সুইজগেট এলাকার একটি দোকানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শাজাহান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দোকানের মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আজকের সংঘর্ষ সেই বিরোধেরই পরিণতি।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিমা বেগম/ইবিটাইমস/এম আর