মনজুর রহমান, ভোলা : ভোলার মনপুরায় আকস্মিক বজ্রপাতে একই কৃষকের চারটিসহ মোট ৮টি গরু মারা গেছে।
রোববার (২০ এপ্রিল) ভোরে উপজেলার হাজীর ইউনিয়নের চর যতিন গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মিয়ার ছেলে মিরাজের গোয়াল ঘরে বজ্রপাতের ঘটনা ঘটে। এছাড়াও উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে বজ্রপাতে পৃথক মালিকের চারটি গরুর মৃত্যু হয়।
কৃষক মো. রিয়াজ জানান, ভোরে হঠাৎ করে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী শুরু হয়। ঝড়ের মাঝে মুহুর্মুহু বজ্রপাত শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎই বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আমার গোয়াল ঘরে থাকা দুটি গাভী গরু ও কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত ২টি ষাড় মারা যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নিজাম কাজীর ১টি, ৪নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবদিনের ১ টি, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সাত্তার রাড়ীর ১ টি ও সেলিম সর্দারের ১ টি গরু মারা যায়।
বজ্রপাতে মৃত আটটি গরুর মূল্য কমপক্ষে ৭ লক্ষ টাকা হতো বলে ধারণা করেছেন স্থানীয়রা।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক জানান, বজ্রপাতে একই ব্যক্তির চারটি সহ আটটি গরু মৃত্যুর খবর পেয়েছি। এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃজনক ব্যাপার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
শিরোনাম :
মনপুরায় বজ্রপাতে ৮টি গরুর মৃত্যু
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ০২:০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- ৮ সময় দেখুন
Tag :
জনপ্রিয়
Translate »