লালমোহনে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : দখলদার ইসরাইল বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ভোলার লালমোহনে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী জনতা। শুক্রবার বাদ জুমা পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে তৌহিদী জনতা কেন্দ্রিয় ঈদগাঁও মাঠে এসে সমবেত হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে চৌরাস্তা মোড়ের হাফিজ উদ্দিন এভিনিউতে এসে পুনরায় সমবেত হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা হেফাজত ইসলামির আমির মাওলানা আবদুল আওয়াল এর সভাপতিত্বে উদ্বোধনী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে সমজিদের খতিব মুফতি মইনুল ইসলাম।
প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবদুল হক, ইসলামী আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা মোসলেউদ্দিন,  খেলাফত মজলিসের ভোলা জেলার সাবেক সভাপতি জিহাদুল ইসলাম, ভোলা জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আতিকুর রহমান, ঢাকা দারুল উলুম দেওবাগ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক প্রমুখ।
লালমোহন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন এবং পেশাজীবি ও সর্বদলীয় আয়োজক কমিটির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ সঞ্চলনা করেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সদস্য রাহাত হাসান রুমি।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে লালমোহন উপজেলার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।
পরে গাজার নিপীড়িত মানুষের জন্য দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মঞ্চের সভাপতি মাওলানা আবদুল আওয়াল।  
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »