ইউসুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহনে মার্কেটের ছাৃদ থেকে ক্রিকেট বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়েছে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থী।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের ছাঁদে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মো. জিসান, সে স্থানীয় হাসিনা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
জানা গেছে, জিসান দুপুরে স্কুলের বিরতির সময় ক্রিকেট ব্যাট বল নিয়ে মাঠে খেলছিল। এ সময় বল ছুটে যায় জেলা পরিষদের মার্কেটের ছাঁদে। বল আনতে জিসান তার এক সহপাঠিকে নিয়ে ছাঁদে উঠে। এসময় ছাঁদ ঘেঁষা বিদ্যুতের মেইন লাইনের তারের সাথে স্পর্শ লেগে জিসান বিদ্যুতায়িত হয়।
পরে তার সহপাঠির ডাক চিৎকারে স্থানীয়রা গিয়ে জিসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এদিকে জিসানের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
ঢাকা/ইবিটাইমস/এসএস
লালমোহনে ছাদে গিয়ে বিদ্যুতায়িত স্কুল শিক্ষার্থী
