শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এসে শেষ হয়। এসময় বাংলা নববর্ষ উপলক্ষে লোকজ মেলা উদ্বোধন করে জেলা প্রশাসক শরীফা হক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান,পৌর প্রশাসক শিহাব রায়হান প্রমুখ।
অপরদিকে টাঙ্গাইলে ১৪৩২ বাংলা নববর্ষ উপলক্ষে বাংলার ঐতিহ্য বাহী ঘোড়ার র্যালি হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের পৌরসভার চাউল্ডহুড ও স্টার ওয়ার্ল্ডের আয়োজনে র্যালি বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম, রুবেল, মোহাব্বত হোসেন, মহিউদ্দিন সুমন, বাতেন, শামীম আল মামুন, শাফিউজ্জামান মোস্তফা প্রমূখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস