ঝালকাঠি জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম, উপজেলা পর্যায়ের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

ঝালকাঠি জেলায় পরিবর্তীত পরিস্থিতির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। সভায় জানানো হয় গত ১ মাসে ঝালকাঠি জেলায় সড়ক দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে জেলা প্রশাসক অবহিত করেন সড়ক দূর্ঘটনায় যারা আহত ও নিহত হয় তাদের সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা রয়েছে। কোন ব্যক্তি সড়ক দূর্ঘটনায় নিহত হলে তার পরিবারের জন্য ৫লাখ টাকা এবং সড়ক দুর্ঘটনাকালীন আহত হয়ে অঙ্গহানী হলে তার জন্য ৩লাখ টাকা এবং আহত ঘটনায় চিকিৎসার জন্য ১লাখ টাকা অর্থ সহায়তা প্রদানের বিধান রয়েছে। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ সরকারের এই সহায়তার কথা জানেনা। এছাড়াও বর্ষবরণ, শুরু হওয়া এস.এস.সি পরিক্ষা গ্রহণ, মাদক, বাল্য বিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিশেষ করে ইট ভাটা ও সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া, মোবাইল কোর্ট পরিচালনা, আনসার ভিডিপি সম্পর্কিত, বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম, ভ্রাম্যমান আদালত পরিচালনা, অবৈধ ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার, ভূয়া চিকিৎসক, ফুটপাত দখল মুক্ত করা এবং ঝাটকা সংরক্ষন অভিযান বিষয়ক কার্যক্রম ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে  জেলার ৪টি উপজেলায় বিগত মার্চ মাসে ৭১টি মামলা দায়ের হয়েছে ও ৬৫জনকে গ্রেফতার করা হয়েছে। মার্চ মাসে ১টি খুন, ২টি চাঁদাবাজীর মামলা, ২টি ভাঙচুর, ১টি ত্রাস সৃষ্টিকারী ঘটনা, ৩টি ধর্ষণ, ৬টি নারী নির্যাতন, ১টি সিধেল চুরি, ৩টি গবাদী পশু চুরি, পারিবারিক সংঘাতজনিত কারণে ৩৪টি মারামারির ঘটনায় মামলা ও অন্যান্য ঘটনায় ৮টি মামলা, মাদক আইনে ১০টিসহ মোট ৭১টি মামলা দায়ের হয়েছে। এরপূর্বে ফেব্রুয়ারী মাসে দায়েরকৃত মামলার সংখ্যা ছিল ৬৩ ও গ্রেফতারের সংখ্যা ছিল ৪০জন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »