ভিয়েনা ০২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

লালমোহনে যুবকের হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাং সদস্য

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১২:০১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ৩ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদকসেবনে বাঁধা দেয়ায় মো. মোছলেউদ্দিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজার সংলগ্ন হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। হামলায় আহত মোছলেউদ্দিন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিশ্বাসের পাড়, কাশেম ড্রাইভারের বাড়ির আবুল কাশেম ড্রাইভারের ছেলে।

আহত মোছলেউদ্দিনের বড় ভাই মো. আলাউদ্দিন জানান, এলাকায় থেকে ডিস লাইন ও ইলেকট্রনিক কাজ করে মোছলেউদ্দিন। সে সুবাদে এলাকার পোলাপানের সঙ্গে ওঠাবসা। তবে এসব পোলাপান মাদকে ঢুকে পড়ায় বাঁধা দিয়েছিল সে, তাই ছোট ভাইকে প্রকাশ্যে পিটিয়ে হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাংয়ের মূলহোতা পারভেজ। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মো. আলাউদ্দিন।

এদিকে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে হামলার এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে একজন (পারভেজ) লাঠি দিয়ে আরেকজনকে (মোছলেউদ্দিন) আঘাত করছে। এসময় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আরও কয়েকজন। একাধিকবারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মোছলেউদ্দিন। এসময় পারভেজ কোমড় থেকে চাকু (ছুড়ি) বের করে তেড়ে গিয়ে জিজ্ঞেস করে “ওর সাথে (মোছলেউদ্দিন) কে কে আছে?”

কিশোর গ্যাংয়ের মূলহোতা পারভেজের বাড়ি রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড, হাফিজ উদ্দিন বাজার এলাকায় বলে জানা গেছে। সে ওই এলাকার মো. ফারুকের ছেলে।

মোছলেউদ্দিনের ভাই আলাউদ্দিন জানান, পারভেজের নানা বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পেশকার হাট এলাকার কালিরবাপের বাড়ি। সে এখানে বেড়াতে এসেছিল। গতকাল তার মামাতো ভাই রাকিব, স্থানীয় জুয়েল, সাগরসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে মোছলেউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদেরও ধরার চেষ্টা চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

৩৩ বছর ধরে বন্ধ লালমোহন পাবলিক লাইব্রেরি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে যুবকের হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাং সদস্য

আপডেটের সময় ০২:১২:০১ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মাদকসেবনে বাঁধা দেয়ায় মো. মোছলেউদ্দিন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকারহাট বাজার সংলগ্ন হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। হামলায় আহত মোছলেউদ্দিন ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিশ্বাসের পাড়, কাশেম ড্রাইভারের বাড়ির আবুল কাশেম ড্রাইভারের ছেলে।

আহত মোছলেউদ্দিনের বড় ভাই মো. আলাউদ্দিন জানান, এলাকায় থেকে ডিস লাইন ও ইলেকট্রনিক কাজ করে মোছলেউদ্দিন। সে সুবাদে এলাকার পোলাপানের সঙ্গে ওঠাবসা। তবে এসব পোলাপান মাদকে ঢুকে পড়ায় বাঁধা দিয়েছিল সে, তাই ছোট ভাইকে প্রকাশ্যে পিটিয়ে হাত-পা ভেঙে দিলো কিশোর গ্যাংয়ের মূলহোতা পারভেজ। এ ঘটনায় লালমোহন থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান মো. আলাউদ্দিন।

এদিকে কিশোর গ্যাংয়ের প্রকাশ্যে হামলার এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে একজন (পারভেজ) লাঠি দিয়ে আরেকজনকে (মোছলেউদ্দিন) আঘাত করছে। এসময় পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আরও কয়েকজন। একাধিকবারের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে মোছলেউদ্দিন। এসময় পারভেজ কোমড় থেকে চাকু (ছুড়ি) বের করে তেড়ে গিয়ে জিজ্ঞেস করে “ওর সাথে (মোছলেউদ্দিন) কে কে আছে?”

কিশোর গ্যাংয়ের মূলহোতা পারভেজের বাড়ি রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড, হাফিজ উদ্দিন বাজার এলাকায় বলে জানা গেছে। সে ওই এলাকার মো. ফারুকের ছেলে।

মোছলেউদ্দিনের ভাই আলাউদ্দিন জানান, পারভেজের নানা বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড পেশকার হাট এলাকার কালিরবাপের বাড়ি। সে এখানে বেড়াতে এসেছিল। গতকাল তার মামাতো ভাই রাকিব, স্থানীয় জুয়েল, সাগরসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে মোছলেউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদেরও ধরার চেষ্টা চলছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস