শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম নয়ন বলেছেন, শুধু আলআমিন নয় চরফ্যাশন-মনপুরাসহ সারাদেশে যারা আলআমিনের মতো অন্যায় কাজে জড়িয়ে পড়বে তাদের ছাড় দেয়া হবে না। আমাদের কাজ হচ্ছে দল থেকে বহিষ্কার করা। তারপর প্রশাসনের কাজ হচ্ছে তাকে শাস্তির আওতায় আনা। এবং আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সর্বশেষ অপরাধীর বিচার নিশ্চিত করা।
রবিবার (৬ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার আবুবকর পুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে নিহত মাসুদের পরিবারের খোঁজ খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানের পর এসব কথা বলেছেন তিনি।
নুরুল ইসলাম নয়ন বলেন,আমরা চাই আগামীদিনে কেউ যেন আলআমিনের মতো এমন জঘন্য কাজ আর যেন করতে না পরে। আলআমীন আমাদের সংগঠনের একজন কর্মী ছিলো, আমরা অস্বীকার করবো না। যতোক্ষণ পর্যন্ত সে অন্যায় করেনি। সে আমাদের নেতা ছিলো। যখন সে অন্যায় করেছে সে আমাদের দলের কেউ না। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আলআমিনের মতো ভবিষ্যতে কেউ যদি চরফ্যাশন ও মনপুরায় অন্যায় কাজে জড়িয়ে পড়ে আমরা তাকে ছাড় দেবো না।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য বেল্লাল উদ্দিন টিপু, চরফ্যাশন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি কয়ছার আহাম্মেদ কমল, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শায়েরুল ইসলাম সোহেল, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম ভুট্টু প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে আবুবকর পুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলআমিনের হামলায় ওই ওয়ার্ডে ব্যবসায়ী মাসুদ নিহত হন।