বাঁধন রায়, ঝালকাঠি : তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ঝালকাঠি জেলা প্রশাসন ও ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জনাব আশরাফুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমী জনগণ।
এই দিনটি উদযাপনের মাধ্যমে সমাজে খেলাধুলার গুরুত্ব, তরুণদের ইতিবাচক অংশগ্রহণ এবং সুস্থ জীবনচর্চার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
পরে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবান্ধব বিভিন্ন স্তরের জনগণ।
আলোচনা সভায় খেলাধুলার বিকাশ, তরুণ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ সৃষ্টিতে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ঝালকাঠিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
