ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা পজেটিভ- আন্দালিব রহমান পার্থ

মনজুর রহমান, ভোলা প্রতিনিধি : ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা তা পজেটিভ এবং তা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, মোদি এবং ইউনুস সরকার মধ্যকার  গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। যা দেশের জন্য অনেকটাই পজেটিভ হবে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ঢাকা সিটির সাবেক মেয়র মরহম নাজিউর রহমান মঞ্জুর ১৭ তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিজ নির্বাচনী এলাকা ভোলায় আসেন বিজেপি চেয়ারম্যান পার্থ।

এ সময় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন,  বড় সংস্কারগুলো আগে প্রয়োজন। এজন্য আমরা ইউনুস সরকারকে সাহায্য করছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে ব্যাপারে আমরা আশাবাদি।
আগের যে কোন সময়ের চেয়ে বিজেপি শক্তিশালী বলে মন্তব্য করে বিজেপি  চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। জুন মাস থেকে প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনায় যাবো। শুধু মাত্র সংস্কার উপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে।
পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে যেগুলো সংস্কার করা উচিত বিশেষ করে বড় সংস্কারগুলো করা উচিত। যে সংস্কারগুলোর সাথে সবাই একমত হয়। সেগুলো করা উচিত। কারণ, এতোবছর সংস্কারের কারণেই নির্বাচন হয়নি। কারণ, জনপ্রতিনিধিের কাছে জনগনের একটা আঙ্খাকা রয়েছে। সে বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয়, তাহলে স্থানীয় সরকারগুলো নিয়ে ভাবতে হবে এবং  বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে।
এর আগে দলীয় হাজার হাজার নেতাকর্মী প্রিয়নেতাকে বরণ করতে ইলিশা লঞ্চঘাট এলাকায় উপস্থিত হন।
রোববার মরহুম নাজিউর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »