ভিয়েনা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় জয়ের ৫ বছরের কারাদণ্ড

আগামীকাল ভিয়েনায় ৪২তম সিটি ম্যারাথন অনুষ্ঠিত হবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৩০ সময় দেখুন

ভিয়েনা সিটি ম্যারাথনের কারণে ভিয়েনায় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের প্রধান সড়ক বন্ধ থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হবে

ভিয়েনা ডেস্কঃ শনিবার (৫ এপ্রিল) ভিয়েনা রাজ্য প্রশাসন থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে এবছর ভিয়েনা সিটি ম্যারাথনে নতুন নিবন্ধন (রেজিস্ট্রেশন) রেকর্ড সৃষ্টি হয়েছে।

ভিয়েনার এই ৪২তম সিটি ম্যারাথনে ১৪৬টি দেশের ৪৫,০০০ এরও বেশি দৌড়বিদ নিবন্ধন করেছেন, যার মধ্যে ১৩,০০০ জন ৪২.১৯৫ কিলোমিটার পূর্ণ ম্যারাথন দূরত্বের জন্য নিবন্ধন করেছেন।

অস্ট্রিয়ান অটোমোবাইল, মোটরসাইকেল এবং ট্যুরিং ক্লাব (ÖAMTC) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামীকাল রবিবার (৬ এপ্রিল) ভিয়েনায় ৪২তম
সিটি ম্যারাথনের কারণে শহরের প্রধান প্রধান সড়কের অধিকাংশ সাময়িক বন্ধ থাকবে।

ভিয়েনার গণপরিবহন Wiener Linien থেকেও এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিয়েনা সিটি ম্যারাথন উপলক্ষ্যে ভিয়েনার মেট্রোরেল (U BAHN) সার্ভিসে
কোনও প্রভাব না ফেললেও বাস ও ট্রাম (Straßenbahn) এ ব্যাপক প্রভাব ফেলবে। সকাল আটটা থেকে বিকাল প্রায় ২টা পর্যন্ত শহরের অনেক রুটে উপরোক্ত গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে।

ÖAMTC আরও জানায়, ম্যারাথনের কারণে অধিকাংশ প্রধান রাস্তা বন্ধ থাকার ফলে গাড়ির চালকদেরও ঘুরপথের জন্য প্রস্তুত থাকতে হবে এবং কিছুটা
বিলম্বের জন্য প্রস্তুত থাকতে হবে।

ÖAMTC আরও জানায়, দৃঢ়ভাবে গুর্টেলের অন্তর্গত জেলাগুলি,দ্বিতীয় এবং ২০তম জেলার কিছু অংশ এড়িয়ে চলার বা বিস্তৃত পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে।

ম্যারাথন রুট: ঐতিহ্যগতভাবে ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের রাইখসব্রুক এলাকার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার ভিআইসি-থেকে সকাল ৯টায় ম্যারাথন দৌড় শুরু হবে। এরপর, প্রাটারস্টার্ন হয়ে ল্যান্ডস্ট্রাসের দিকে নামবে, তারপর ডানুব খাল ধরে রিং পর্যন্ত যাবে এবং সেখান থেকে লিংকে উইনজেইল হয়ে শোনব্রুন যাবে।

রিংস্ট্রাসের মধ্যে জোহানেসগ্যাসে, শোয়ার্জেনবার্গপ্ল্যাটজ, কার্ন্টনার স্ট্রাসে এবং স্কোটেনগাসে অঞ্চল অতিক্রম করবে দৌড়বিদরা। তারপর Pilgrambrücke, Reinprechtsdorfer Straße, Gürtel এবং Ullmannstraße হয়ে Linke Wienzeile; দানিউব খাল সেতুর উপর অস্থায়ীভাবে ওবেরে ডোনাওস্ট্রাসে অতিক্রম করবে।

ভিয়েনার রাজবাড়ি শোনব্রুন হয়ে দৌড়বিদরা দীর্ঘ Mariahiferstraße হয়ে ভিয়েনার সিটি সেন্টার নগর ভবনে (Rathaus) এসে শেষ হবে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়

রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আগামীকাল ভিয়েনায় ৪২তম সিটি ম্যারাথন অনুষ্ঠিত হবে

আপডেটের সময় ০৮:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

ভিয়েনা সিটি ম্যারাথনের কারণে ভিয়েনায় সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের প্রধান সড়ক বন্ধ থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হবে

ভিয়েনা ডেস্কঃ শনিবার (৫ এপ্রিল) ভিয়েনা রাজ্য প্রশাসন থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে এবছর ভিয়েনা সিটি ম্যারাথনে নতুন নিবন্ধন (রেজিস্ট্রেশন) রেকর্ড সৃষ্টি হয়েছে।

ভিয়েনার এই ৪২তম সিটি ম্যারাথনে ১৪৬টি দেশের ৪৫,০০০ এরও বেশি দৌড়বিদ নিবন্ধন করেছেন, যার মধ্যে ১৩,০০০ জন ৪২.১৯৫ কিলোমিটার পূর্ণ ম্যারাথন দূরত্বের জন্য নিবন্ধন করেছেন।

অস্ট্রিয়ান অটোমোবাইল, মোটরসাইকেল এবং ট্যুরিং ক্লাব (ÖAMTC) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামীকাল রবিবার (৬ এপ্রিল) ভিয়েনায় ৪২তম
সিটি ম্যারাথনের কারণে শহরের প্রধান প্রধান সড়কের অধিকাংশ সাময়িক বন্ধ থাকবে।

ভিয়েনার গণপরিবহন Wiener Linien থেকেও এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিয়েনা সিটি ম্যারাথন উপলক্ষ্যে ভিয়েনার মেট্রোরেল (U BAHN) সার্ভিসে
কোনও প্রভাব না ফেললেও বাস ও ট্রাম (Straßenbahn) এ ব্যাপক প্রভাব ফেলবে। সকাল আটটা থেকে বিকাল প্রায় ২টা পর্যন্ত শহরের অনেক রুটে উপরোক্ত গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে।

ÖAMTC আরও জানায়, ম্যারাথনের কারণে অধিকাংশ প্রধান রাস্তা বন্ধ থাকার ফলে গাড়ির চালকদেরও ঘুরপথের জন্য প্রস্তুত থাকতে হবে এবং কিছুটা
বিলম্বের জন্য প্রস্তুত থাকতে হবে।

ÖAMTC আরও জানায়, দৃঢ়ভাবে গুর্টেলের অন্তর্গত জেলাগুলি,দ্বিতীয় এবং ২০তম জেলার কিছু অংশ এড়িয়ে চলার বা বিস্তৃত পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে।

ম্যারাথন রুট: ঐতিহ্যগতভাবে ভিয়েনার ২২ নাম্বার ডিস্ট্রিক্টের রাইখসব্রুক এলাকার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার ভিআইসি-থেকে সকাল ৯টায় ম্যারাথন দৌড় শুরু হবে। এরপর, প্রাটারস্টার্ন হয়ে ল্যান্ডস্ট্রাসের দিকে নামবে, তারপর ডানুব খাল ধরে রিং পর্যন্ত যাবে এবং সেখান থেকে লিংকে উইনজেইল হয়ে শোনব্রুন যাবে।

রিংস্ট্রাসের মধ্যে জোহানেসগ্যাসে, শোয়ার্জেনবার্গপ্ল্যাটজ, কার্ন্টনার স্ট্রাসে এবং স্কোটেনগাসে অঞ্চল অতিক্রম করবে দৌড়বিদরা। তারপর Pilgrambrücke, Reinprechtsdorfer Straße, Gürtel এবং Ullmannstraße হয়ে Linke Wienzeile; দানিউব খাল সেতুর উপর অস্থায়ীভাবে ওবেরে ডোনাওস্ট্রাসে অতিক্রম করবে।

ভিয়েনার রাজবাড়ি শোনব্রুন হয়ে দৌড়বিদরা দীর্ঘ Mariahiferstraße হয়ে ভিয়েনার সিটি সেন্টার নগর ভবনে (Rathaus) এসে শেষ হবে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর