ফিলিস্তিনের গাজায় ঈদের পরের দিনেও ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৪ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১২ জন একই পরিবারের সদস্য
আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (১ এপ্রিল) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এতথ্য জানায়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রবিবার ঈদুল ফিতরের দিন গাজায় প্রচন্ড বোমা বর্ষণ করে ইসরায়েল। ফলে কয়েক ডজন গাজাবাসী মৃত্যুবরণ করে।
ঈদের পরের দিন গতকাল সোমবার (৩১ এপ্রিল) পুনরায় অব্যাহত বোমা বর্ষণ করে ইসরায়েল। এদিন উপত্যকার গাজা সিটির একটি আবাসিক এলাকায় বিমান হামলায় প্রাণ যায় ৩৪ জনের।
গাজা থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়,ঈদ উপলক্ষ্যে নিহতরা একইসাথে অবস্থান করছিলেন। ভয়াবহ হামলার মাঝেই নতুন করে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় বেশকিছু স্থান খালি করার নির্দেশনা দিয়েছে তেলআবিব। ফলস্বরুপ আরও একবার রাফার পথে পথে হাজার হাজার গাজার নতুন উদ্বাস্তু মানুষ।
রয়টার্স জানায়,এদিকে জরুরি ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে ওষুধ স্বল্পতা। যুদ্ধবিরতি ভেঙে লাগাতার ১৫ দিনের মতো চলছে ইসরায়েলি আগ্রাসন।
উল্লেখ্য, প্রায় দেড় বছর ধরে চলমান এই নৃশংসতায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর