হবিগঞ্জে সাতছড়ি থেকে ৯০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গভীর রাতে সাতছড়ি বিওপি’র টহল কমান্ডার আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী নারাক্ষেত নামক এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ সময় উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি ভারতীয় গাঁজা এবং ০১ বোতল মদ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩,১৬,৫০০/-(তিন লক্ষ ষোল হাজার পাঁচশত) টাকা। বিজিবি’র পক্ষ থেকে আটককৃত মাদকদ্রব্যের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চুনারুঘাট থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও জানুয়ারি হতে মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত গত তিন মাসে সাতছড়ি বিওপি কর্তৃক ভারতীয় গাঁজা ৫২৯ কেজি, মদ ২৬০ বোতল, বিয়ার ০৪ ক্যান এবং ১৭ বোতল ফেন্সিডিল আটক করা হয়, যার সিজার মূল্য ২২,৪৯,৩০০/- (বাইশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার তিনশত) টাকা।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেছেন, “বিজিবি সর্বদা দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ। চোরাচালানের বিরুদ্ধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কঠোর ব্যবস্থা গ্রহণ করছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাবে।”
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত এলাকার চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের অভিযান চালিয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তে সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ এবং এটি অব্যাহত রাখবে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস/এম আর 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »