মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : “বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন” স্লোগানে চুনারুঘাটের কালেঙ্গা রেঞ্জ অফিসের রেস্ট হাউস প্রাঙ্গনে আন্তর্জাতিক বন দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকালে হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী ভূমি অফিসার মো. মাহবুব আলম, সহকারী বন সংরক্ষক ও রঘুনন্দন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন ভূঁইয়া, কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান, সিএমসি কমিটির সহ-সভাপতি একলাছ মাহালদার, সাংবাদিক ফারুক মাহমুদ, ইউপি সদস্য খলিলুর রহমান, রশিদপুর বনবিট কর্মকর্তা রেজভীসহ অন্যান্য বিট কর্মকর্তাবৃন্দ এবং সিএমসি ও সিফিজির অন্যান্য সদস্যবৃন্দ।
ঢাকা/ইবিটাইমস/এসএস
চুনারুঘাটের আন্তর্জাতিক বন দিবস পালিত
