ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতাঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেনের সঞ্চালনায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমানুল্লাহ, নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল  লতা রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, ভারপ্রাপ্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ রিফাত সিকদার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিনসহ সরকারি কর্মকর্তারা স্ব স্ব বিভাগের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন এবং জেলা প্রশাসক উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে তাদেরকে পরামর্শ প্রদান করেন।

ঝালকাঠি পৌরসভার ময়লা নিষ্কাশনের জন্য স্থায়ীভাবে শহরের আশেপাশে জায়গা কেনা জায়গা কেনা যায় কিনা সে বিষয়ে পৌর প্রশাসককে পরামর্শ দেন জেলা প্রশাসক।

এছাড়াও পৌরসভার উন্নয়ন কাজের ক্ষেত্রে পরিকল্পিত শহর করার ক্ষেত্রে করনীয় কিছু বিষয় নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ঝালকাঠি জেলায় বকেয়া বিদ্যুৎ বিল ১ কোটি ৭৫ লাখ টাকা। সাধারণ জনগণের কাছে বকেয়া তেমন বকেয়া না থাকলেও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। জেলা প্রশাসক সংশ্লিষ্ট বিভাগকে বকেয়া বিলের পরিশোধের জন্য উর্ধ্বতন মহলে চাহিদাপত্র দিয়ে বরাদ্দ এনে সরকারের পাওনা পরিশোধ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন। এছাড়াও সমন্বয় সভায় মাহে রমযান উপলক্ষ্যে বাজার ব্যবস্থা স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি  জানানো হয়েছে। জেলা প্রশাসক বর্ষা আসার পূর্বেই পৌরসভার খাল খনন কর্মসূচি সমাপ্ত করা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন।

বাধন রায়/ইবিটাইমস/এম আর 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »