পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা চেষ্টা

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে তারাবি নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে মো.মাহরুফ (১০) নামের ৫ম শ্রেনীর এক শিক্ষার্থীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সুমন সিকদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে স্বজনরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। ওই শিক্ষার্থী গত ৬ দিন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে আহত শিক্ষার্থীর পরিবার সুত্রে জানাগেছে। গত সোমবার রাত ১০টায় উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

চিকিৎসাধীন শিক্ষার্থী মাহরুফ জানান, ঘটনারদিন সোমবার রাত ১০ টায় তারাবি নামাজ শেষ করে বাসায় ফেরার পথে সুমন সিকদার আমাকে একা পেয়ে আবলতাবল বলতে থাকেন। আমি কিছু বুঝে উঠার আগেই সে আমাকে মারধর শুরু করেন। আমি চিৎকার দিলে সে আমার গলা চেপে ধরে একটি গাছের সাথে চেপে ধরে রাখেন। এবং গাছের সাথে আমার মাথায় আঘাত করেন। তখন আমি সঙ্গাহীন হয়ে পড়ি। তবে কারা আমাকে বাড়ি নিয়েছে তা আমি আর জানিনা।

গতকাল শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীর মা আছমা বেগম জানান, অভিযুক্ত সুমন সিকদারের সাথে আমাদের কোন বিরোধ নাই। তবে তিনি একজন মাদকাসক্ত। সে এলকায় নানান অপকর্মে জড়িত। ঘটনার দিন শিশু পুত্র মাহরুফ তারাবি নামাজ শেষে বাসায় ফেরার পথে সুমন সিকদারের বাড়ীর সামনে তাকে পথরোধ করে কয়েক দফায় মারধর করে। ওই সময় তার ছেলেকে হত্যা করার জন্য গলা চেপে ধরে একটি গাছের সাথে আঘাত করে। পথচারীদেরকে দেখে সুমন সিকদার পালিয়ে যায়। পরে মাহরুফের সহপাঠী রাহাত ও দ্বীন ইসলাম তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন। মাহরুফের অবস্থা আশঙ্কা জনক দেখে তার পরিবারের লোকজন মঙ্গলবার সকালে চরফ্যাশন হাসাপাতালে ভর্তি করেন।

গত ৬ দিন ছেলে শিশু পুত্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত সুমন সিকদার আত্মগোপনে চলে যান। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য জানা যায়নি।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এরশাদুল হক ভূঁইয়া জানান, ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শহিদুল ইসলাম জামাল/ইবিটাইমস/এম আর  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »