বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাওছার হোসেন।
বাংলাদেশ প্রতিদিনের ঝালকাঠি জেলা প্রতিনিধি এস.এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জামাল হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন, জেলা জামায়াতের আমির এড. হাফিজুর রহমান, পিপি এড. মাহেব হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার।
প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় জেলা তথ্য অফিসার লেলিন বালা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি শফিউল আজম টুটুল, এপিপি এড. ফয়সাল খান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এড. মাহামুদুর রহমান পারভেজসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
ঝালকাঠিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা
