বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস বেগম

ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান হিসেবে অধ্যাপক নার্গিস বেগম কে নিয়োগ দিয়েছে বিএনপি। তিনি যশোর জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী ।

বুধবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নার্গিস বেগমকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, আপনি জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাকে মনোনীত করা হয়েছে। দলের সর্বাঙ্গীন উন্নতি, ঐক্য ও সংহতি রক্ষার্থে নিষ্ঠার সাথে কাজ করবেন বলে দল আশা রাখে। আপনার সুস্থতা, সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »