নেতার ছেলেকে সিগারেট না দেওয়ায় দোকানীকে মারধর

চরফ্যাসন ভোলা : ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচায় খুচরা সিগারেট না দেওয়ায় মো. মামুন (২৪) নামে এক মুদি দোকানীর ওপর হামলা ও পিটিয়ে জখম করে করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে উপজেলার নজরুল নগর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের জনতা বাজারে এই ঘটনা ঘটে। হামলায় আহত হন দোকানী মো. মামুন।

অভিযুক্ত মো. নোমান নজরুল নগর ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মাঈনউদ্দিন চৌকিদারের ছেলে। আল ইসলাম তার ছোট ভাই।

আহত মামুন জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে নজরুল নগর ইউনিয়ন শ্রমিকদল নেতা মাঈনউদ্দিন চৌকিদারের ছেলে মো. নোমান ও তার চাচা মো. আল ইসলামসহ কয়েকজন মিলে আমার দোকানে সিগারেট কিনতে আসেন। মূলত আমি আমার দোকানে খুচরা সিগারেট বিক্রি করি না। কিন্তু তারা খুচরা সিগারেট চেয়েছিল, আমি না দেওয়ায় আমার ওপর আতর্কিত হামলা চালায় তারা। এসময় দোকানের ক্যাশে থাকা ১ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে যায়।
পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে চাইলে পথরোধ করেন হামলাকারীরা। অবশেষে ২ ঘন্টা পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।

মামুনেট মা মাহেনুর জানান, সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নোমান ও তার চাচা আল ইসলাম সহ তাদের সহযোগীরা বিএনপি পরিচয় দিয়ে বিভিন্ন সময় আমার ছেলের কাছে চাঁদা চাইতো। দিতে হবে বলে হুশিয়ারী দিয়েছে। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতে আমার ছেলের দোকানে হামলা ও ছেলেকে মারধর করে দোকানে থাকা ১ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে যায় তারা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে গিয়েও বিএনপি নেতার ছেলে নোমান ও তার চাচা আল ইসলামকে পাওয়া যায়নি।

তবে নোমানের বাবা মাঈনউদ্দিন চৌকিদার বলেন, আমার ছেলের সঙ্গে মুদি দোকানী মামুনের সাথে ঝগড়া হয়েছে ঠিকই। কিন্তু তার দোকানে হামলা ও মারধর করে টাকা নিয়ে যাওয়ার অভিযোগ সঠিক নয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল হক ভুঁইয়া বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »