ভিয়েনা ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১২:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৪ সময় দেখুন

ছবি : সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির নানি মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (১৫)।

পুলিশ জানায়, ৯ মার্চ বিকেলে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এসময় ওই শিশুটিকে ১০ টাকা দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, শিশুটিকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শিশুটির মামা মুমিন মিয়া জানান, শিশুটির পিতা দুলাল মিয়া (৫০) বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল। রোববার বিকেলে তার মেয়ের এই ঘটনা শুনের আরো অসুস্থ হয়ে যায় সে। এক পর্যায়ে সোমবার সকাল ১১টায় সে মৃত্যু বরণ করেন তিনি।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক

আপডেটের সময় ১২:১২:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে ১০ টাকার লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির নানি মিনারা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (১৫)।

পুলিশ জানায়, ৯ মার্চ বিকেলে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল। এসময় ওই শিশুটিকে ১০ টাকা দেয়ার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, শিশুটিকে ধর্ষণের ঘটনায় দুই কিশোরকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শিশুটির মামা মুমিন মিয়া জানান, শিশুটির পিতা দুলাল মিয়া (৫০) বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিল। রোববার বিকেলে তার মেয়ের এই ঘটনা শুনের আরো অসুস্থ হয়ে যায় সে। এক পর্যায়ে সোমবার সকাল ১১টায় সে মৃত্যু বরণ করেন তিনি।

ঢাকা/ইবিটাইমস/এসএস