জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বর্তমান সময়ে সারাদেশে ধর্ষণ ও সহিংসতা, খুন, ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে ভোলার লালমোহনে পদযাত্রা ও নিরব (মৌন) মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠন।
রবিবার সকালে লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে মৌন মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নারীরা ধর্ষণ এবং সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। একই সঙ্গে বেড়েছে খুন, ছিনতাই ও ডাকাতি। আইনশৃঙ্খলার অবনতি ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমন ঘটনার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাবদিহি করতে হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস