উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সরকারের অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন এই উপদেষ্টাকে শপথ পাঠ করান।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ‘সি আর আবরার বুধবার শপথ নেবেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।’

প্রেস সচিব আরও জানান, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ওয়াহিদউদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে একসঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে অনিচ্ছুক ছিলেন। এর পরিপ্রেক্ষিতে সি আর আবরারকে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, নতুন উপদেষ্টা যুক্ত হওয়ায়  প্রধান উপদেষ্টাসহ অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা সংখ্যা হলো মোট ২৩ জন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্র্বতী সরকার গঠন করা হয়। এরপর কয়েক দফায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »