ভিয়েনা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯ সময় দেখুন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জনাব তৌফিক হাসান ভিয়েনার ১৯ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন। এরপর দিবসটি উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের বিদেহী আত্মার শান্তির জন্য এবং সর্বোপরি বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনার মাধ্যমে উদযাপনের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় বিকালে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন এবং জাতিসংঘ তথ্য সেবা (ইউএনআইএস) যৌথভাবে ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

রাষ্ট্রদূত জনাব তৌফিক হাসানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সভার সূচনা হয়। এতে জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূতের আমন্ত্রণে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রটোকল অফিসার, ইউএনওভি,ইউনিডো, ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি (আইএইএ),
অস্ট্রিয়ান কমিশন ফর ইউনেস্কো এবং ভিয়েনা সিটি কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, হাঙ্গেরি, ইরান ও শ্রীলঙ্কা পরিবেশন করেন যা দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে আগত অতিথিদের বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের পক্ষ থেকে বাংলাদেশের খাবার ও মিষ্টান্ন দিয়ে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেটের সময় ১১:০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে

ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জনাব তৌফিক হাসান ভিয়েনার ১৯ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করেন। এরপর দিবসটি উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের বিদেহী আত্মার শান্তির জন্য এবং সর্বোপরি বাংলাদেশের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনার মাধ্যমে উদযাপনের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিগত বছরগুলোর ধারাবাহিকতায় বিকালে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন এবং জাতিসংঘ তথ্য সেবা (ইউএনআইএস) যৌথভাবে ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।

রাষ্ট্রদূত জনাব তৌফিক হাসানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সভার সূচনা হয়। এতে জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূতের আমন্ত্রণে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রটোকল অফিসার, ইউএনওভি,ইউনিডো, ইন্টারন্যাশনাল এটোমিক এনার্জি (আইএইএ),
অস্ট্রিয়ান কমিশন ফর ইউনেস্কো এবং ভিয়েনা সিটি কাউন্সিলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ, নেপাল, হাঙ্গেরি, ইরান ও শ্রীলঙ্কা পরিবেশন করেন যা দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে আগত অতিথিদের বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের পক্ষ থেকে বাংলাদেশের খাবার ও মিষ্টান্ন দিয়ে মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস