ভিয়েনা ০৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন ঢাকায় গ্রেপ্তার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার ভাটারা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামও ছানোয়ার হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানী ঢাকার ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন (৫৪) ছানোয়ার হোসেন তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি বলে জানানো হয়েছে।
ভাটারা থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে ভাটারা থানার জে-ব্লকের ৯নং সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার ভোর সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বসুন্ধরা আবাসিক এলাকা হতে ছানোয়ার হোসেন এবং আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম রোববার দুপুরে মুঠোফোনে বলেন, ছানোয়ার হোসেনকে ভাটারা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে ছানোয়ার হোসেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দলীয় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। ঈগল প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট মেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
৫ আগস্ট টাঙ্গাইল শহরে ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিতে নিহত স্কুল ছাত্র মারুফ হত্যা এবং ৪ আগস্ট মির্জাপুরের গোড়াইতে গুলিতে নিহত কলেজ ছাত্র ইমন হত্যা মামলাসহ আরও অন্তত ৫টি মামলায় তাকে আসামী করা হয়।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন ঢাকায় গ্রেপ্তার

আপডেটের সময় ০৩:২৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার ভাটারা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলামও ছানোয়ার হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজধানী ঢাকার ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন (৫৪) ছানোয়ার হোসেন তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি বলে জানানো হয়েছে।
ভাটারা থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে ভাটারা থানার জে-ব্লকের ৯নং সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাত সাড়ে ১১টা থেকে রোববার ভোর সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বসুন্ধরা আবাসিক এলাকা হতে ছানোয়ার হোসেন এবং আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম রোববার দুপুরে মুঠোফোনে বলেন, ছানোয়ার হোসেনকে ভাটারা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে ছানোয়ার হোসেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি দলীয় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। ঈগল প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ৫ আগস্ট মেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
৫ আগস্ট টাঙ্গাইল শহরে ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিতে নিহত স্কুল ছাত্র মারুফ হত্যা এবং ৪ আগস্ট মির্জাপুরের গোড়াইতে গুলিতে নিহত কলেজ ছাত্র ইমন হত্যা মামলাসহ আরও অন্তত ৫টি মামলায় তাকে আসামী করা হয়।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস