ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা সমাজসেবা সম্মেলন কক্ষে তরুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ক্ষুদ্র ঋণের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রধান বক্তা ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন।
অন্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অন্যদের মধ্যে সমাজসেবা শহর শাখা কার্যালয়ের খান মোঃ জসিম উদ্দিন খান। এরপরে একই ভেনুতে দ্বিতীয় পর্যায়ে তারুন্যের উৎসব ২০২৫ কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার ও ভাল উদ্যোক্তা তৈরি বিষয়ক ওরিয়েন্টশন ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, বর্তমানে তরুনদের জন্য কাজ করার ভাল সুযোগ রয়েছে এবং এই কাজগুলি এখন যুযোপযুগী হতে হবে। কারণ চতুর্থ বিপ্লবের কারণে দক্ষতা বৃদ্ধি করতে হবে এরফলে অল্প সময়ে বেশী কাজ করার সুযোগ হবে এবং খরচ সাশ্রয় হবে। প্রত্যেক তরুনকে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চতুর্থ বিপ্লবের এই যুগে প্রতিযোগিতামূলক বিশ্বে মাথা তুলে দাড়াতে হবে।
বাধন রায়/ইবিটাইমস