অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য নামাজে জানাজা ও দাফনে অংশগ্রহণ করেন
ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের মুসলিম কবরস্থানে যথাযথ ইসলামিক ধর্মীয় রীতিনীতি অনুযায়ী চিরনিদ্রায় শায়িত করা হয়েছে কমিউনিটির বয়োজ্যষ্ঠ মরহুম প্রফেসর ড. শাহ মোহাম্মদ উল্লাহকে।
মরহুমের নামাজে জানাজা পড়ান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ইমাম ও মাদানী কোরআন স্কুল ভিয়েনার পরিচালক শায়খ ড.ফারুক আল মাদানী।
জানাজার প্রাক্বালে উপস্থিত মুসিল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভিয়েনার সিনিয়র সিটিজেন এবং মরহুমের খালাতো ভাই মাহবুবুর রহমান। তিনি পরিবারের পক্ষ থেকে মরহুমের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য যে,আজ শুক্রবার অতি ভোরে ভিয়েনায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান শিক্ষাবিদ।
মৃত্যুর সময় প্রফেসর শাহ মোহাম্মদ উল্লাহ সাহেবের বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর সময় তিনি ২ ভাই, স্ত্রী, ২ কন্যা ও ১ নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম প্রফেসর মোহাম্মদ উল্লাহ ১৯৭৭ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসেন পিএইচডি করতে। ভিয়েনা পিএইচডি শেষে তিনি ঢাকা বিস্ববিদ্যালয়ের মৃতিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে অবসরে যান। তবে তিনি ও তাঁর পরিবার ভিয়েনায় স্থায়ীভাবে বসবাসরত আছেন।
প্রফেসর মোহাম্মদ শাহ মোহাম্মদ উল্লাহ ১৯৪৬ সালে বাংলাদেশের দ্বীপ জেলা খ্যাত ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার স্বনামধন্য শাহ পরিবারে জন্ম গ্রহন করেন।
প্রফেসর শাহ মোহাম্মদ উল্লাহ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান এর আপন খালাতো ভাই।
আমরা ইউরো বাংলা টাইমস পরিবার গভীরভাবে শোকাহত এবং মরহুমের পরিবারকে সমবেদনা জানাচ্ছি।
কবির আহমেদ/ইবিটাইমস