ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি আইনজীবি সমিতির ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই নির্বাচনে সভাপতি পদে মো. শাহাদাৎ হোসেন ও মো. নাসিমুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিগত আ’লীগ সরকার আমলে কয়েকটি বছর এই নির্বাচনকে দলীয় আস্তারণে কুক্ষিগত করা হয়েছিল। এবছর উৎসবমুখর ভাবে ও গণতান্ত্রিকভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি খান শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফয়সাল খান, হাসান সিকদার, অর্থ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, ভিজিলেন্স সম্পাদক মো. মাহেব হোসেন, লাইব্রেরি সম্পাদক মো. আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক মো.আককাস সিকদার, নির্বাহী সদস্য, আনিসুর রহমান খান ও মাসুম হাওলাদার। বৃহস্পতিতবার বিকাল সাড়ে ৫ টায় ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট সৈয়দ হোসেন।
২৫জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ১৪৬জন ভোটার তালিকায় এই নির্বাচনে ভোটার হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে এবং সকলেই উপস্থিত হয়ে ভোট প্রয়োগ করেছে।
বাধন রায়/ইবিটাইমস