হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ: বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন-৫৫ এর উদ্যোগে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার বেলা ১১টার হবিগঞ্জ ৫৫বিজিবি সদর দপ্তরে মাদক ধ্বংস করা হয়।

বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো: তানজিলুর রহমান জানান, হবিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা এবং মাধবপুর উপজেলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে গত ২৬ জুলাই ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আটককৃত ৭ কোটি ৪২ লাখ, ৩৬ হাজার ৩৩১ টাকা মুল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৪ হাজার ৭৫৬ বোতল বিদেশী মদ, ৩ হাজার ৪৮৮ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ৭৭৫ কেজি গাঁজা, ১ হাজার ২৫ ক্যান বিয়ার এবং ২, হাজার ৮৮১ পিস ইয়াবা ট্যাবলেট।

তানজিলুর রাহমান বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ দেশের ভৌগলিক সীমানা সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তে নিরবিচ্ছিন্ন টহল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা চোরাচালান, নারী ও শিশু পাচার, এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধ করছে। মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের পরামর্শ করে  গাঁজা পরিবেশবান্ধব উপায়ে ধ্বংস করার একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় গাঁজার সাথে পরিমিত পরিমানে বালি ও সিমেন্টের সংমিশ্রনে মাটি গর্ত করে মাটিতে চাপা দেয়া হচ্ছে। এটি মাদকদ্রব্য ধ্বংসের ক্ষেত্রে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং দেশের পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, মাদক সেবন ও পাচারের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হরিপদ দাস।

ডেস্ক/ইবিটাইমস/কাজল/এনএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »