ভিয়েনা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগের সব নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে : হাসনাত আব্দুল্লাহ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১৩ সময় দেখুন

ইবিটাইমস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ৫ আগস্ট। বর্তমানের প্রাসঙ্গিক কথা হলো- আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, চারদিকে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে, ধরে নেবো আওয়ামী লীগের ফ্যাসিবাদের রাজনীতিতে তাদেরও ইন্ধন ছিল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এর আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ করে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হয়েছে। আমাদের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। কারণ দুর্বৃত্তায়নের রাজনীতির সংস্কৃতি, প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি আমাদের তরুণদের আশাহত করেছে। আমরা জনকল্যাণে কাজ করতে পারি নাই। আমরা রাষ্ট্রের নাগরিক হয়ে উঠতে পারি নাই। আমাদের তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে। বঞ্চিতের ক্ষোভ থেকে তরুণ প্রজন্ম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়েছে। পরবর্তী বাংলাদেশ নির্মিত হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা তরুণ প্রজন্মের ভয়হীন মনোভাবের সংমিশ্রণে।’

তিনি বলেন, আমরা বারবার বলছি, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে। তাদের পক্ষে যেসব মিডিয়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসেবে যোগ হয়েছেন, তারা ফ্যাসিবাদের পক্ষে যোগ হয়েছে।  ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলমগুলো ভেঙ্গে দিবো। ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। তরুণ প্রজন্মের কথা যদি বুঝতে ব্যর্থ হন, পরবর্তীতে যারা নীতি নির্ধারণের ফোরামে আসবেন তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী।

শহীদ মিনারে পথসভা শেষ করে তারা শহরের সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এরপর তারা সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এবং সোনারগাঁয়ের কাঁচপুরে গণসংযোগ করেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আওয়ামী লীগের সব নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে : হাসনাত আব্দুল্লাহ

আপডেটের সময় ০৬:৪৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

ইবিটাইমস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে ৫ আগস্ট। বর্তমানের প্রাসঙ্গিক কথা হলো- আওয়ামী লীগের ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, চারদিকে বিভিন্ন কথা শুনতে পাচ্ছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে, ধরে নেবো আওয়ামী লীগের ফ্যাসিবাদের রাজনীতিতে তাদেরও ইন্ধন ছিল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এর আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথভাবে নারায়ণগঞ্জে লিফলেট বিতরণ, গণসংযোগ করে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে আসতে হয়েছে। আমাদের রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। কারণ দুর্বৃত্তায়নের রাজনীতির সংস্কৃতি, প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি আমাদের তরুণদের আশাহত করেছে। আমরা জনকল্যাণে কাজ করতে পারি নাই। আমরা রাষ্ট্রের নাগরিক হয়ে উঠতে পারি নাই। আমাদের তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে। বঞ্চিতের ক্ষোভ থেকে তরুণ প্রজন্ম ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়েছে। পরবর্তী বাংলাদেশ নির্মিত হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা তরুণ প্রজন্মের ভয়হীন মনোভাবের সংমিশ্রণে।’

তিনি বলেন, আমরা বারবার বলছি, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে। তাদের পক্ষে যেসব মিডিয়া, যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেসব বুদ্ধিজীবী আওয়ামী লীগের দালাল হিসেবে যোগ হয়েছেন, তারা ফ্যাসিবাদের পক্ষে যোগ হয়েছে।  ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সে কলমগুলো ভেঙ্গে দিবো। ফ্যাসিবাদের পক্ষে যে মিডিয়া কথা বলবে সে মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। তরুণ প্রজন্মের কথা যদি বুঝতে ব্যর্থ হন, পরবর্তীতে যারা নীতি নির্ধারণের ফোরামে আসবেন তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, সহ মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ, কেন্দ্রীয় সদস্য শওকত আলী।

শহীদ মিনারে পথসভা শেষ করে তারা শহরের সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এরপর তারা সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এবং সোনারগাঁয়ের কাঁচপুরে গণসংযোগ করেন।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন