ঝালকাঠি প্রতিনিধিঃ ইয়ুথ এন এডিং হাঙ্গার বাংলাদেশ এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সোমবার সকাল ১০টায় ঝালকাঠির প্রেসক্লাবের মিলনায়তনে ৩দিনব্যাপী ইয়ুথ প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রশিক্ষণে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং ৪জন শিক্ষক এদের প্রশিক্ষণ দিচ্ছে। সম্প্রীতির জন্য সুশাসন ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ১২৩৮ ব্যচের প্রশিক্ষণ হচ্ছে। প্রশিক্ষক হিসেবে দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কোয়ার্ডিনেটর আল মামুন রাব্বি, ইয়ুথ এনডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় যুগ্ম সমন্বয়ক ও বরিশাল অঞ্চলের সমন্বয়ক হাদিউজ্জামান সুমন, ইয়ুথ এক্টিভিট বিথি সর্মা বনিক ও শাহারিয়ার পাপন উপস্থিত ছিলেন।
হাঙ্গার প্রজেক্ট ঝালকাঠি সদর উপজেলার সমন্বয়ক জাকির দুলাল, বরিশালের রিজনাল যুগ্ম সমন্বয়ক সাথী আক্তার, ঝালকাঠি জেলা ফোরামের কো-অর্ডিনেটর মশিউর রহমান শাহিন, পিএফজি সদস্য জাহাঙ্গীর হোসেন ও সুজন সদস্য রবিন চন্দ্র মল্লিক উপস্থিত ছিলেন।
বাধন রায়/ইবিটাইমস