লালমোহনে ৫ টাকার যাত্রী টোল ১০টাকা উত্তোলন, নজর নেই কর্তৃপক্ষের

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে নৌ-পথে যাতায়াতাকারী দুটি রুটে যাত্রীদের কাছে থেকে ৫ টাকার স্থলে ১০টাকা টোল আদায় করার অভিযোগ উঠেছে। তবে দীর্ঘদিন যাবত এভাবে টোল উত্তোলন করলেও অদৃশ্য কারণে নজরে পরেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
শুক্রবার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে ঘাট ইজারাদারের লোক তাজুল ও জিহাদ ১০টাকা সম্বলিত টিকেট দিয়ে টোল আদায় করছেন দেখা গেছে। একই চিত্র দেখা গেছে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার লঞ্চঘাটে। এনিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিলেও ইজারাদারের লোকজনের ভয়ে প্রতিবাদ করার সাহস দেখাননি কেউই।
নাজিরপুর ঘাট হয়ে লঞ্চে ওঠা যাত্রী হারুন-অর রশিদ, আ. হক, মোশাররফ, সামছুদ্দিন, সাদেকসহ আরও কয়েকজন বলেন, আগেও ক্ষমতা দেখিয়ে ৫টাকার টোল ১০ টাকা করে নিয়েছে ইজারাদাররা। ৫আগষ্টের পর ভেবেছিলাম জোর জুলুম আর থাকবে না। এখন দেখছি অনিয়ম সব আগের মতোই আছে। শুধু মানুষগুলোর চেহারার পরিবর্তন হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর নাজিরপুর লঞ্চঘাটের ইজারাদার আনোয়ার জমাদার বলেন, ভুলে ১০টাকা সম্বলিত রিসিট ছাপানো হয়েছে। আমরা বিষয়টি সমাধান করবো।
ভোলা বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. রিয়াজ হোসেন বলেন, আমি ট্রেনিংয়ের জন্য ভোলার বাইরে আছি। অতিরিক্ত টোল উত্তোলনের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে দীর্ঘদিন যাবত ৫ টাকার স্থলে ১০টাকা টোল উত্তোলনের দায়ে ইজারাদারের ইজারা বাতিলসহ জরিমানার আওতায় আনার দাবি জানিয়েছেন যাত্রীরা।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »