ভিয়েনা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভোটের অধিকার নিশ্চিতের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেব: তারেক রহমান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে। তাদের মতো দখর করে জবাব দেয়া হবে না। বরং ৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, অনেকেই হাতকড়া পরে বাবা-মায়ের জানাজায় অংশ নিয়েছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারও ব্যবসার ক্ষতি করেছে। এসব কিছু জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।

তিনি বলেন, দেশের জন্য, মানুষের জন্য বিএনপি কি করতে চায়- মানুষ তা জানতে চায়। জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে। কেউ যেন কোনোভাবেই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে।

দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের অধীনস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আসবে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের আস্থায় ছড়িয়ে দিতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোটের অধিকার নিশ্চিতের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দেব: তারেক রহমান

আপডেটের সময় ০৯:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ইবিটাইমস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে। তাদের মতো দখর করে জবাব দেয়া হবে না। বরং ৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বিগত দিনে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, অনেকেই হাতকড়া পরে বাবা-মায়ের জানাজায় অংশ নিয়েছে। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে আবার কারও ব্যবসার ক্ষতি করেছে। এসব কিছু জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।

তিনি বলেন, দেশের জন্য, মানুষের জন্য বিএনপি কি করতে চায়- মানুষ তা জানতে চায়। জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে। কেউ যেন কোনোভাবেই দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে।

দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের অধীনস্থ কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আসবে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের আস্থায় ছড়িয়ে দিতে হবে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন