ভিয়েনা ০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসক সংকটের কারণে ঝালকাঠিতে স্বাস্থ্যসেবা ব্যাহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১৫ সময় দেখুন

ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ ঝালকাঠি জেলায় সদর হাসপাতালসহ ১৩৬জন চিকিৎসকের পদে মাত্র ৫৮জন কর্মরত রয়েছেন ৭৮ জনের পদ শূণ্য রয়েছে। এই চিকিৎসক সংকটের কারণে ঝালকাঠি স্বাস্থ্যসেবা বেশ ঝঁুকির মধ্যে রয়েছে। ১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপতালে ৪০জন চিকিৎসকের পদ রয়েছে কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৪জন এবং ২৬জন চিকিৎসকেরই পদ শূণ্য। সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক আবুয়াল হাসান ও গাইনী বিশেষজ্ঞ মাহামুদুল হাসানসহ ৪জনই ডেপুটেশনে কাজ করছে।

এছাড়া ঝালকাঠি সদর উপজেলায় ১৩ জন চিকিৎসকের পদে ৬জন রয়েছে এবং ৭জন চিকিৎসকের পদ শূণ্য। নলছিটি উপজেলায় জ‌েলায় ৩২ জন চিকিৎসকের পদে ১২জন কর্মরত রয়েছে এবং ২০জন চিকিৎসকের পদ শূণ্য। রাজাপুর উপজেলায় জলায় ২৭ জন চিকিৎসকের পদে ১৬জন কর্মরত রয়েছে এবং ১১জন চিকিৎসকের পদ শূণ্য। কাঠালিয়ায় উপজেলায় জলায় ১৮ জন চিকিৎসকের পদে ৬জন কর্মরত রয়েছে এবং ১২জন চিকিৎসকের পদ শূণ্য রয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে ৪জন চিকিৎসকের পদে ২জন কর্মরত রয়েছে এবং ২টি পদ শূণ্য।

সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে মাঝে মাঝে সদর হাসপাতালের চিকিৎসকরা বিভিন্ন হাসপাতালের ডেপুটিশনে কাজ করেন। ঝালকাঠিতে এই চিকিৎসক সংকট বিগত সরকার আমলে কিছুটা পূরণ করা হলেও পরবর্তীতে তারা বিভিন্ন অজুহাত ধরে উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে বরিশাল ঢাকায় উচ্চতর ডিগ্রি অর্জন ও অন্য অজুহাত দেখিয়ে এখান বদলী হয়ে যাওয়ায় এই শূণ্যতার সৃষ্টি হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চিকিৎসক সংকটের কারণে ঝালকাঠিতে স্বাস্থ্যসেবা ব্যাহত

আপডেটের সময় ০১:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

ঝালকা‌ঠি প্রতি‌নি‌ধিঃ ঝালকাঠি জেলায় সদর হাসপাতালসহ ১৩৬জন চিকিৎসকের পদে মাত্র ৫৮জন কর্মরত রয়েছেন ৭৮ জনের পদ শূণ্য রয়েছে। এই চিকিৎসক সংকটের কারণে ঝালকাঠি স্বাস্থ্যসেবা বেশ ঝঁুকির মধ্যে রয়েছে। ১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপতালে ৪০জন চিকিৎসকের পদ রয়েছে কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৪জন এবং ২৬জন চিকিৎসকেরই পদ শূণ্য। সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক আবুয়াল হাসান ও গাইনী বিশেষজ্ঞ মাহামুদুল হাসানসহ ৪জনই ডেপুটেশনে কাজ করছে।

এছাড়া ঝালকাঠি সদর উপজেলায় ১৩ জন চিকিৎসকের পদে ৬জন রয়েছে এবং ৭জন চিকিৎসকের পদ শূণ্য। নলছিটি উপজেলায় জ‌েলায় ৩২ জন চিকিৎসকের পদে ১২জন কর্মরত রয়েছে এবং ২০জন চিকিৎসকের পদ শূণ্য। রাজাপুর উপজেলায় জলায় ২৭ জন চিকিৎসকের পদে ১৬জন কর্মরত রয়েছে এবং ১১জন চিকিৎসকের পদ শূণ্য। কাঠালিয়ায় উপজেলায় জলায় ১৮ জন চিকিৎসকের পদে ৬জন কর্মরত রয়েছে এবং ১২জন চিকিৎসকের পদ শূণ্য রয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে ৪জন চিকিৎসকের পদে ২জন কর্মরত রয়েছে এবং ২টি পদ শূণ্য।

সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে মাঝে মাঝে সদর হাসপাতালের চিকিৎসকরা বিভিন্ন হাসপাতালের ডেপুটিশনে কাজ করেন। ঝালকাঠিতে এই চিকিৎসক সংকট বিগত সরকার আমলে কিছুটা পূরণ করা হলেও পরবর্তীতে তারা বিভিন্ন অজুহাত ধরে উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে বরিশাল ঢাকায় উচ্চতর ডিগ্রি অর্জন ও অন্য অজুহাত দেখিয়ে এখান বদলী হয়ে যাওয়ায় এই শূণ্যতার সৃষ্টি হয়েছে।

বাধন রায়/ইবিটাইমস