হতাহতের সকলেই হাঙ্গেরির নাগরিক বলে জানা গেছে
ভিয়েনা ডেস্কঃ শুক্রবার (১৫ নভেম্বর) অস্ট্রিয়ার লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের গ্যানসের্নডর্ফ (Gänserndorf) জেলায় একটি মর্মান্তিক টদুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশের তথ্য অনুসারে,হতাহতের সকলেই অস্ট্রিয়ার প্রতিবেশী হাঙ্গেরির মৌসুমী শ্রমিক। পুলিশ আরও জানায় গাড়িটি তীব্র গতিতে জেলার বি ৪৯ (B49) সড়কে অন্ধকার ও কুয়াশার মধ্যে রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে অনেক দূরে ছিটকে পড়ে। সে সময় গাড়িটি ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে চলছিল।
পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং গুরুতর আহত দুইজনের একজনকে এমবুলেন্স করে ভিয়েনার একটি হাসপাতালে এবং অন্যজনকে লোয়ার অস্ট্রিয়ার রাজধানী সেন্ট পল্টন (St. Pölten) জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
গ্যানসের্নডর্ফ জেলা পুলিশের তদন্তকারী কর্মকর্তারা জানান,প্রতিবেশী দেশের শ্রমিকরা ফসল কাটার সাহায্যকারী হিসাবে মৌসুমী শ্রমিক হিসাবে কাজ
করতে এসেছিল। বর্তমানে অস্ট্রিয়ার পূর্বাঞ্চলে বীট ফসল কাটার মৌসুম চলছে।
উল্লেখ্য যে,এই অঞ্চলের কৃষকরা দীর্ঘদিন ধরে ক্ষেতের কাজের চাহিদা মেটাতে পূর্ব ইউরোপের শ্রমের উপর নির্ভর করে আসছে। দুর্ঘটনা কবলিত গাড়িটিতে হাঙ্গেরিয়ান লাইসেন্স প্লেট ছিল।
এই এলাকায় গত কয়েকদিনের মধ্যে এটি দ্বিতীয় দুর্ঘটনা। দীর্ঘদিনের স্থানীয় কাউন্সিলর এবং মিউজিক ক্লাবের অনারারি চেয়ারম্যান উইলহেম এইচ (৪৩)
দুই দিন আগে তিনি এই জেলার ছোট শহর গ্রোইসেনব্রুনে এক মারাত্মক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
কবির আহমেদ/ইবিটাইমস