টাঙ্গাইল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির আহ্বায়ক কমিটি

টাঙ্গাইল প্রতিনিধিঃ ১৭ বছর পর গঠণ হয়েছে টাঙ্গাইল জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির ভোটার সমর্থিত ২১ সদস্যের আহ্বায়ক কমিটি।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন তারা। গত ২৫ সেপ্টেম্বর ভোটারদের সমর্থনের আবু সাঈদ চৌধুরীকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটি গঠণ করা হয়। এর আগে টানা ১৭ বছর অনির্বাচিত কমিটি দিয়ে পরিচালিত হয়েছে বলে অভিযোগ করেছেন টাঙ্গাইল জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির ভোটাররা। কার্যালয়ের দায়িত্ব গ্রহণকালে উপস্থিত ছিলেন নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান জিন্নাহ্, নাসির উদ্দিনসহ কমিটির সদস্য ও ব্যবসায়ীরা।

নবগঠিত কমিটির আহ্বায়ক আবু সাঈদ চৌধুরী বলেন, ২০০৭ সাল থেকে টানা ১৭ বছর অনির্বাচিত কমিটি দ্বারা পরিচালিত হয়েছে টাঙ্গাইল জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির কার্যক্রম। সাধারণ ভোটাররা দীর্ঘদিন যাবৎ নির্বাচনের দাবী করলেও অনির্বাচিত কমিটি নেতৃবৃন্দ ভোটারদের প্রত্যাশা পূরণ করেননি। এছাড়াও প্রায় আড়াই মাস যাবৎ কার্যালয়ের কর্মকান্ড বন্ধ রেখেছেন নেতৃবৃন্দ। দাবী পূরণ আর কার্যালয়ের কর্মকান্ড পরিচালনার জন্য সমিতির ২৭৮জন সদস্যের সমর্থনে নবগঠিত আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আশা করছি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী নতুন একটি কমিটি উপহার দিতে পারবো।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্ট সমিতির দায়িত্বরত সভাপতি মনির আহমেদ মনা বলেন, আমি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। টাঙ্গাইল জেলা শাখা থেকে একটি আহ্বায়ক কমিটি এসেছে বলে শুনেছি, তবে কেন্দ্র থেকে এখনও সে কমিটির অনুমোদন দেয়া হয়নি বলেও আমি জানি। অনুমোদনহীন কমিটির নেতৃবৃন্দ কিভাবে কার্যালয়ের তালা ভেঙ্গে দায়িত্ব গ্রহণ করলো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ দ্রুত ভোটারদের কাঙ্খিত নির্বাচন দেয়ার কথা জানিয়েছেন তিনি।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »