ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে আবারও অতিরঞ্জিত সংবাদ

একাধিক সংবাদ মাধ্যম জানায়,‘ঢাকায় ট্রাম্পের সমর্থক আটক’,ঢাকা আবারও উত্তপ্ত

ইবিটাইমস ডেস্কঃ রবিবার (১০ নভেম্বর) রাজধানী ঢাকার গুলিস্তান সংলগ্ন জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আজ রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ।

উল্লেখ্য যে,এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছিল। সেখানে শেখ হাসিনাকে নির্দেশ দিতে শোনা যায়, আওয়ামী কর্মীরা যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যান। ওই সময় যদি তাদের ওপর হামলা হয় তাহলে সেগুলো ‘জায়গামতো’ পাঠিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার সেই নির্দেশনা মোতাবেক আওয়ামী লীগের কর্মীরা ট্রাম্পের ছবিসহ পোস্টার বানিয়েছিল। তবে এর আগেই যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ আওয়ামী লীগের অনেককে গ্রেপ্তার করে দেশের আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

আর আওয়ামী লীগের সেসব কর্মীকে ‘ট্রাম্পের সমর্থক’ হিসেবে প্রচার করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। তারা তাদের ভিডিও প্রতিবেদনের শিরোনামে লিখেছে, “বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা।” যদিও শেখ হাসিনার নির্দেশে কৌশলের অংশ হিসেবে ট্রাম্পের এসব পোস্টার তৈরি করা হয়েছিল।

অন্যদিকে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনের শিরোনামে লিখেছে, “মিছিলের ডাক দেওয়ার পর শেখ হাসিনার পার্টি অফিসের বাইরে সংঘর্ষ। ফলে বাংলাদেশের রাজধানী ঢাকা আবারও উত্তপ্ত।” তবে বাস্তবে আওয়ামী লীগ অফিসের বাইরে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

সেখান থেকে কেবল সন্দেহভাজন দুই একজনকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল স্থানীয় জনতা। এছাড়া ঢাকায় কোনও উত্তপ্ত পরিস্থিতিও হয়নি। কারণ সাবেক স্বৈরাচার আওয়ামী সরকারের কর্মী সমর্থককরা জিরো পয়েন্ট বা পার্টি অফিসের সামনে কোনও মিছিল করতে আসেনি।

ভারতের নিউজট্র্যাক নামের অপর এক সংবাদমাধ্যম লিখেছে, “বাংলাদেশে আবারও বিশৃঙ্খলা। আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ ঠেকাতে ডাকা হয়েছে সেনাবাহিনীকে।” যদিও রাজধানী আজ রবিবার উল্লেখযোগ্য কোনও বড় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেনি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে না দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে।

দ্য ভোকাল নিউজ নামের আরেকটি সংবাদমাধ্যম লিখেছে “বাংলাদেশ ট্রাবল : হাসিনার কয়েকশ কর্মী আটক। সেনাবাহিনী মোতায়েন।” সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার তিন মাস পর আওয়ামী লীগ ঢাকায় বড় কর্মসূচি ঘোষণা করেছে। তবে অন্তর্বর্তী সরকার তাদের কর্মসূচি করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »