ভিয়েনা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জার্মানীতে মধ্যবর্তী বা আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ১৩ সময় দেখুন

জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করার পর কার্যত পতন ঘটেছে চ্যান্সেলর ওলাফ শোলৎজের নেতৃত্বাধীন সরকারের

ইউরোপ ডেস্কঃ বুধবার (৬ নভেম্বর) জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন জার্মানির চ্যান্সেলর ও ক্ষমতাসীন জোট সরকারের প্রধান ওলাফ শোলৎজ। তার এই পদক্ষেপের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে পতন ঘটে জোট সরকারের। পতনের মুখে থাকা সরকারকে টিকিয়ে রাখতে পার্লামেন্টে আস্থা ভোটের তারিখও ঘোষণা করেছেন শোলৎজ।

এদিকে এই জটিলতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ভালটার স্টাইনমাইয়ার জানিয়েছেন, আগাম নির্বাচনের তফসিল ঘোষণার জন্য তিনি প্রস্তুত। বৃহস্পতিবার(৭ নভেম্বর) বার্লিনে এক সংবাদ সম্মেলনে, “এখন কৌশল-চাতুরির সময় নয়, বরং যুক্তি এবং দায়িত্বপালনের সময়।”

জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন বুধবার জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন জার্মানির চ্যান্সেলর এবং দেশটিতে ক্ষমতাসীন জোট সরকারের প্রধান ওলাফ শোলৎজ। তার এই পদক্ষেপের মাধ্যমে নির্ধারিত সময়ের পূর্বেই
অনানুষ্ঠানিকভাবে পতন ঘটে জোট সরকারের।

উল্লেখ্য যে,২০২১ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির শীর্ষ নেতা ওলাফ শোলৎজ। নির্বাচনে জয়ের পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অফ জার্মানি—দুই দলকে সঙ্গে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি। পদচ্যুত অর্থমন্ত্রী লিন্ডনার ফ্রি ডেমোক্রেটিক পার্টির নেতা ছিলেন।

মূলত বাজেট নীতি ও জার্মানির অর্থনীতির গতিমুখ নিয়ে জোট সরকারের তিন শরিকের মধ্যে গত কয়েক মাস ধরে যে বিবাদ চলছে, তার জেরেই বুধবার লিন্ডনারকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন চ্যান্সেলর শোলৎজ।

বুধবার শোলৎজ জানিয়েছেন, বাজেট নিয়ে বিতর্কের মধ্যে লিন্ডনারের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী মনোভাবের জন্য তাকে পদচ্যুত করেছেন তিনি। তার অভিযোগ, এই মন্ত্রী দেশের চেয়েও দলকে প্রাধান্য দেন এবং
মিথ্যা অজুহাতে আইন আটকে রাখেন।

সাংবাদিকদের শোলৎজ বলেন, “আমাদের এমন একটি সরকার দরকার যারা কাজ করতে পারবে, আমাদের দেশের জন্য যারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।”

সরকার টিকিয়ে রাখতে আগামী ১৫ জানুয়ারি পার্লামেন্টে আস্থা ভোট হবে বলে ঘোষণাও দিয়েছেন তিনি। এর মধ্যেই এ ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিলেন জার্মানির প্রেসিডেন্ট।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানীতে মধ্যবর্তী বা আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট স্টাইনমাইয়ার

আপডেটের সময় ০৮:১৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করার পর কার্যত পতন ঘটেছে চ্যান্সেলর ওলাফ শোলৎজের নেতৃত্বাধীন সরকারের

ইউরোপ ডেস্কঃ বুধবার (৬ নভেম্বর) জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন জার্মানির চ্যান্সেলর ও ক্ষমতাসীন জোট সরকারের প্রধান ওলাফ শোলৎজ। তার এই পদক্ষেপের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে পতন ঘটে জোট সরকারের। পতনের মুখে থাকা সরকারকে টিকিয়ে রাখতে পার্লামেন্টে আস্থা ভোটের তারিখও ঘোষণা করেছেন শোলৎজ।

এদিকে এই জটিলতার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ভালটার স্টাইনমাইয়ার জানিয়েছেন, আগাম নির্বাচনের তফসিল ঘোষণার জন্য তিনি প্রস্তুত। বৃহস্পতিবার(৭ নভেম্বর) বার্লিনে এক সংবাদ সম্মেলনে, “এখন কৌশল-চাতুরির সময় নয়, বরং যুক্তি এবং দায়িত্বপালনের সময়।”

জার্মানির বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন বুধবার জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে পদচ্যুত করেন জার্মানির চ্যান্সেলর এবং দেশটিতে ক্ষমতাসীন জোট সরকারের প্রধান ওলাফ শোলৎজ। তার এই পদক্ষেপের মাধ্যমে নির্ধারিত সময়ের পূর্বেই
অনানুষ্ঠানিকভাবে পতন ঘটে জোট সরকারের।

উল্লেখ্য যে,২০২১ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় আসেন জার্মানির রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্র্যাটস পার্টির শীর্ষ নেতা ওলাফ শোলৎজ। নির্বাচনে জয়ের পর ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অফ জার্মানি—দুই দলকে সঙ্গে নিয়ে ত্রিদলীয় জোট সরকার গঠন করেন তিনি। পদচ্যুত অর্থমন্ত্রী লিন্ডনার ফ্রি ডেমোক্রেটিক পার্টির নেতা ছিলেন।

মূলত বাজেট নীতি ও জার্মানির অর্থনীতির গতিমুখ নিয়ে জোট সরকারের তিন শরিকের মধ্যে গত কয়েক মাস ধরে যে বিবাদ চলছে, তার জেরেই বুধবার লিন্ডনারকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন চ্যান্সেলর শোলৎজ।

বুধবার শোলৎজ জানিয়েছেন, বাজেট নিয়ে বিতর্কের মধ্যে লিন্ডনারের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী মনোভাবের জন্য তাকে পদচ্যুত করেছেন তিনি। তার অভিযোগ, এই মন্ত্রী দেশের চেয়েও দলকে প্রাধান্য দেন এবং
মিথ্যা অজুহাতে আইন আটকে রাখেন।

সাংবাদিকদের শোলৎজ বলেন, “আমাদের এমন একটি সরকার দরকার যারা কাজ করতে পারবে, আমাদের দেশের জন্য যারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।”

সরকার টিকিয়ে রাখতে আগামী ১৫ জানুয়ারি পার্লামেন্টে আস্থা ভোট হবে বলে ঘোষণাও দিয়েছেন তিনি। এর মধ্যেই এ ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিলেন জার্মানির প্রেসিডেন্ট।

কবির আহমেদ/ইবিটাইমস