ভিয়েনা ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ভুঞ‌াপু‌রে সি‌এন‌জি ও অ‌টোরিকশার সংঘ‌র্ষে শিক্ষক নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ১৩ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপু‌রে সিএন‌জি চা‌লিত অ‌টো‌রিকশা ও ব‌্যাটা‌রি চা‌লিত অটো‌রিকশার সা‌থে সংঘ‌র্ষে আব্দুল আলীম নামের এক শিক্ষক‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এই ঘটনায় তার স্ত্রী ও ছে‌লে আহত হ‌য়ে‌ছে।
বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) সকা‌লে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার কাগমারীপাড়া ব্রিজের কা‌ছে এই ঘটনা ঘ‌টে। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেয়া হয়।
নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর প্রভাতী কিন্ডারগা‌র্টের শিক্ষক এবং উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে।
প্রভাতী কিন্ডারগা‌র্টেনের শিক্ষক এম‌কে হা‌তেম জানান, ওই শিক্ষক টাঙ্গাইলের বাসা থে‌কে সিএন‌জি‌যো‌গে ভুঞাপুর যা‌চ্ছিল। এসময় কাগমারীপাড়া ব্রিজ এলাকায় এক‌টি ব‌্যাটা‌রি চা‌লিত অটো‌রিকশার সা‌থে সংঘর্ষ বাঁ‌ধে। এই ঘট আলীম এবং তার স্ত্রী ও সন্তান আহত হয়।  ক‌য়েকজন আহত হয়। গুরুত্বর আহত হয় আলীম। এতে  অতিরিক্ত রক্তক্ষর‌নের কার‌ণে হাসপাতা‌লে নেয়ার পর তার মৃত‌্যু হয়। এছাড়া তার স্ত্রী ও সন্তান প্রাথ‌মিক চি‌কিৎসা নেন।
টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালের পুলিশ ফা‌ঁড়ির এএসআই আলমগীর জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলের ভুঞ‌াপু‌রে সি‌এন‌জি ও অ‌টোরিকশার সংঘ‌র্ষে শিক্ষক নিহত

আপডেটের সময় ০২:১৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপু‌রে সিএন‌জি চা‌লিত অ‌টো‌রিকশা ও ব‌্যাটা‌রি চা‌লিত অটো‌রিকশার সা‌থে সংঘ‌র্ষে আব্দুল আলীম নামের এক শিক্ষক‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এই ঘটনায় তার স্ত্রী ও ছে‌লে আহত হ‌য়ে‌ছে।
বৃহস্প‌তিবার (৭ ন‌ভেম্বর) সকা‌লে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার কাগমারীপাড়া ব্রিজের কা‌ছে এই ঘটনা ঘ‌টে। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেয়া হয়।
নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর প্রভাতী কিন্ডারগা‌র্টের শিক্ষক এবং উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে।
প্রভাতী কিন্ডারগা‌র্টেনের শিক্ষক এম‌কে হা‌তেম জানান, ওই শিক্ষক টাঙ্গাইলের বাসা থে‌কে সিএন‌জি‌যো‌গে ভুঞাপুর যা‌চ্ছিল। এসময় কাগমারীপাড়া ব্রিজ এলাকায় এক‌টি ব‌্যাটা‌রি চা‌লিত অটো‌রিকশার সা‌থে সংঘর্ষ বাঁ‌ধে। এই ঘট আলীম এবং তার স্ত্রী ও সন্তান আহত হয়।  ক‌য়েকজন আহত হয়। গুরুত্বর আহত হয় আলীম। এতে  অতিরিক্ত রক্তক্ষর‌নের কার‌ণে হাসপাতা‌লে নেয়ার পর তার মৃত‌্যু হয়। এছাড়া তার স্ত্রী ও সন্তান প্রাথ‌মিক চি‌কিৎসা নেন।
টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালের পুলিশ ফা‌ঁড়ির এএসআই আলমগীর জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস