ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে উচ্চ ফলনশীল ও অধিকরোগ প্রতিরোধক ক্ষমতাসম্পন্ন নতুন জাতের বারি বেগুন-১২।
ঝালকাঠি সদর উপজেলায় এই ফসল সম্প্রসাণের লক্ষে কৃষকদের মধ্যে বাছাই করে বারি বেগুন- ১২ এর প্রদর্শণী দেয়া হচ্ছে। এই প্রদর্শণী চাষীদের এই জাতের বেগুন চারা ও জৈব সার দেয়া হচ্ছে।
কৃষি বিভাগ জানিয়েছে এই বেগুন জাতটি লবনাক্ত জমিতেও চাষাবাদ করা যায়। এছাড়াও এই জাতের এক একটি সর্বোচ্চ ওজন হয় দেড় কেজি পর্যন্ত। চলতি বছরে ২৬জুন উদ্ভাবিত বাড়ি বেগুন-১২ নামের এই জাতটির সনদ দিয়েছে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের বীজ অনুবিভাগ।
বাধন রায়/ইবিটাইমস