বিভাগীয় ক্যাডেট এসআইদের বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইল প্রতিনিধিঃ বিভাগীয় ক্যাডেট এসআইদের বাধ্যতামূলক ইন সার্ভিস প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৪ নভেম্বর) সকালে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথ হিসাবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পিটিসির কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।

এসময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে। একটি জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা এবং পুলিশ কর্তৃক মানবাধিকার সুরক্ষা ও সমুন্নত রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন। দীর্ঘ ছয় মাস সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভাগীয় ক্যাডেট এসআই দের ২১ তম ব্যাচের ২৫৭ জন এসআই সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটিসির ডেপুটি কমান্ড্যান্ট অ্যাডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান,পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রহিম শাহ চৌধুরী, পুলিশ সুপার (ট্রেনিং) আ.ফ.ম আল কিবরিয়া সহ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »