ভিয়েনা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জের ছাত্রী শ্লীলতাহানি, উত্তপ্ত শহিদ কিবরিয়া চত্বর, ২ ঘন্টা মহাসড়ক অবরোধ !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ১৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র প উচ্চ বিদ্যায়ল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২ঘন্টাব্যাপী ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

সূত্র থেকে জানা গেছে, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে ২৭ অক্টোবর ১টার দিকে স্থানীয় বেতাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে নয়ন মিয়া ও তার সহযোগী দুই যুবক বাজে মন্তব্য ও ছাত্রীকে মারধোর করে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷

এই ঘটনার জেরে আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার ২৯অক্টোবর সকালে প্রতিবাদ মিছিল করে। শিক্ষার্থীর ছেলে ও মেয়ে বন্ধু প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পরিপ্রেক্ষিতে দুপুর ১২.৩০মিনিটে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর অবস্থান নেয় ছাত্র-ছাত্রীরা। সিলেট -ঢাকা মহাসড়ক ২.১৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবি ছিল, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

পরবর্তীতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন পিপিএম ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন এবং ৭২ ঘন্টার মধ্যে বখাটেদের গ্রেফতারের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে৷

অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে পরবর্তীতে আবারো তীব্রতর আন্দোলনের হুমকি দেন ছাত্ররা৷ পরে ছাত্র-ছাত্রীরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুষ্কৃতকারী বখাটেদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানিয়েছেন ৷

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের ছাত্রী শ্লীলতাহানি, উত্তপ্ত শহিদ কিবরিয়া চত্বর, ২ ঘন্টা মহাসড়ক অবরোধ !

আপডেটের সময় ০৩:০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র প উচ্চ বিদ্যায়ল এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২ঘন্টাব্যাপী ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন৷ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

সূত্র থেকে জানা গেছে, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রীকে ২৭ অক্টোবর ১টার দিকে স্থানীয় বেতাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে নয়ন মিয়া ও তার সহযোগী দুই যুবক বাজে মন্তব্য ও ছাত্রীকে মারধোর করে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷

এই ঘটনার জেরে আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে সুষ্ঠু বিচারের দাবিতে মঙ্গলবার ২৯অক্টোবর সকালে প্রতিবাদ মিছিল করে। শিক্ষার্থীর ছেলে ও মেয়ে বন্ধু প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পরিপ্রেক্ষিতে দুপুর ১২.৩০মিনিটে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর অবস্থান নেয় ছাত্র-ছাত্রীরা। সিলেট -ঢাকা মহাসড়ক ২.১৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের দাবি ছিল, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

পরবর্তীতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন পিপিএম ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করেন এবং ৭২ ঘন্টার মধ্যে বখাটেদের গ্রেফতারের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে৷

অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে পরবর্তীতে আবারো তীব্রতর আন্দোলনের হুমকি দেন ছাত্ররা৷ পরে ছাত্র-ছাত্রীরা মহাসড়ক থেকে সরে যাওয়ায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দুষ্কৃতকারী বখাটেদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানিয়েছেন ৷

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস