ফ্রান্সের উপকূলে অনিয়মিত অভিবাসী নৌকা ডুবিতে একজন ভারতীয় অভিবাসী নিহত

অনিয়মিত উপায়ে ছোট নৌকায় উত্তর ফ্রান্স উপকূল থেকে পৌঁছাতে গিয়ে এক ভারতীয় অভিবাসী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টায় মারা যাওয়া অভিবাসীদের মোট সংখ্যা হয়েছে ৫৬

ইউরোপ ডেস্কঃ রবিবার (২৭ অক্টোবর) ফরাসি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে। রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে একদল অভিবাসী একটি ছোট নৌকায় করে কালে উপকূল থেকে পশ্চিমে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত টারডিনহেন শহর থেকে যাত্রা করেন।

যাত্রার কিছুক্ষণের মধ‍্যে দুর্ঘটনার শিকার হয় নৌকাটি। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান। অভিবাসীরা সবাই সাঁতার কেটে সৈকতের দিকে ফিরে আসেন। যদিও তাদের সবার কাছে লাইফ জ্যাকেট ছিল না।

দুর্ঘটনার সময় ৪০ বছর বয়সি একজন ভারতীয় নাগরিক কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে ফরাসি উদ্ধার পরিষেবা। শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় একটি বিচারিক তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। ইংলিশ চ্যানেলের আবহাওয়া সম্প্রতি অনুকূলে এলে ব্রিটিশ উপকূলের দিকে যাত্রার প্রচেষ্টা বাড়িয়েছেন অভিবাসীরা ৷

স্থানীয় কর্তৃপক্ষ গত সোমবার থেকে ৫৭টি অনিয়মিত অভিবাসন প্রচেষ্টা নথিভুক্ত করেছে৷ যার মধ্যে ৩২টি প্রচেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলো থামিয়ে দিয়েছে ৷ উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং ব্যস্ততম শিপিং রুটগুলোর মধ্যে একটি ৷

অনেক অভিবাসী বিশ্বের দরিদ্র এবং সহিংস অঞ্চলগুলো থেকে পালিয়ে উত্তর ফ্রান্স উপকূলে অবস্থান করেন৷ তাদের মূল উদ্দেশ্য যুক্তরাজ্যে পৌঁছানো৷ এসব অভিবাসীদের পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে অবস্থান করায় তারা ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় না চয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন ৷

সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ভারত এবং আলবেনিয়া থেকে আসা অনিয়মিত অভিবাসীরাই মূলত উত্তর ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছাতে চান ৷

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »