টাঙ্গাইল পৌর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় দীর্ঘদিন যাবত জলবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এছাড়াও প্রভাব খাটিয়ে ড্রেনের মুখ বন্ধ করায় বছর জুড়ে পানি নিষ্কাশন না হওয়ায় পঁচা দুর্গন্ধ ও মশার উৎপাদন হচ্ছে। এতে হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার সকাল ১০ টায় জন দুর্ভোগ লাঘবে ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. হাসমত আলী, ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা জয়নাল আবেদীন, সদস্য নিরব হাসান কাওছার, মো. মারুফ সিদ্দিকী প্রমুখ। এ সময় স্থানীয় এলাকাবাসী, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ড্রেনের মুখ বন্ধ করায় প্রায় তিন বছর যাবত সারা বছরই চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও ইতিপূর্বে ড্রেনের কাজ আসলে সাবেক কাউন্সিলর সেই ড্রেনটি পার্শ্ববর্তী বোয়ালী এলাকায় করেছেন। আমরা পৌর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের স্থানীয় বাসিন্ধা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ আশে পাশের প্রায় আট হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে দুর্ভোগ লাঘবে ব্যবস্থা না নিলে পৌরসভা ঘেরাওসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »