অস্ট্রিয়ায় যথাযথ মর্যাদায় দেশের ৬৯তম জাতীয় দিবস উদযাপিত হচ্ছে

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দশ বছর অস্ট্রিয়া মিত্র বাহিনীর অধীনে থাকার পর, ১৯৫৫ সালের এই দিনে অস্ট্রিয়া স্বাধীনতা লাভ করে

ভিয়েনা ডেস্কঃ শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ভিয়েনার হেলডেনপ্লাটজে রাস্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতীয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়।

এসময় প্রেসিডেন্টের সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী ক্লাউডিয়া ট্যানার ও অস্ট্রিয়ান সেনাবাহিনীর ঊর্ধ্বতনকর্মকর্তাগণ।

তারপর পুষ্পস্তবক অর্পণ করেন একসাথে ভারপ্রাপ্ত সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ভার্নার কোগলার। তাছাড়াও ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ পুষ্পস্তবক অর্পণ করেন। তবে আজকের এই জাঁকজমক অনুষ্ঠানে অসুস্থতার জন্য অস্ট্রিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল রুডলফ স্ট্রাইডিংগার উপস্থিত হতে পারেন নি।

সংবাদ মাধ্যম এপিএ জানায়, স্ট্রাইডিংগারের বাতিলকরণ এতটাই সংক্ষিপ্ত নোটিশ ছিল যে এমনকি তার ডেপুটি লেফটেন্যান্ট জেনারেল ব্রুনো গুন্টার হফবাউয়ারও হেলডেনপ্ল্যাটজের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাকে প্রতিস্থাপন করতে সক্ষম হননি। হফবাউয়ার নিজেই ORF-তে সরাসরি সম্প্রচারের সময় এই কথা বলেছিলেন, যেখানে তিনি স্টুডিওতে একজন বিশেষজ্ঞ হিসাবে কাজ করেন।

জেনারেল স্টাফ প্রধান সাধারণত হিরোস স্কোয়ারে ২৬ অক্টোবর উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পুষ্পস্তবক অর্পণের অনুষ্ঠানে ফেডারেল রাষ্ট্রপতি এবং সরকারী সদর দফতর উভয়ের সাথেই থাকেন এবং সারাদিন সামনের দিকে থাকেন।

জাতীয় দিবসের আজকের দিনে ফেডারেল সরকারের পক্ষ থেকে ভিয়েনায় জনসাধারণের জন্য ফেডারেল রাষ্ট্রপতির কার্যালয়, চ্যান্সেলারি এবং জাতীয়
সংসদের দরজা খুলে দেয়া হয়েছে সকাল ১০টা পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত। তাছাড়াও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একাধিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

সকালে রাস্ট্রপতি,সরকার প্রধানের পর মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ এবং বিরোধী দলের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ হেল্ডেনপ্ল্যাটজে দেশের বীর সৈনিকদের
সন্মানার্থে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

অস্ট্রিয়ান সশস্ত্র বাহিনী হেল্ডেনপ্ল্যাটজ-এ কুচকাওয়াজ করেছে। তাছাড়াও অস্ট্রিয়ান সেনাবাহিনীর ব্লাক হক হেলিকপ্টার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম প্রদর্শন করছে। আকাশে উড়েছে ইউরো ফাইটার।

রাষ্ট্রপতির ভবন সংলগ্ন হেল্ডেনপ্ল্যাটজ স্কোয়ারে জাতীয় দিবস উপলক্ষ্যে দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক আকর্ষণীয় এই অনুষ্ঠানে ভিয়েনাবাসী সহ দেশের হাজার হাজার মানুষ উপভোগ করছেন।

প্রতি বছরের ন্যায় এবছরও অস্ট্রিয়ার সেনাবাহিনীর কয়েক শতাধিক নতুন নিয়োগপ্রাপ্তদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি আলেকজান্ডার ফান ডার বেলেন।

তাছাড়াও জাতীয় দিবসে মাইনোরিটেনপ্ল্যাটজে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে অস্ট্রিয়ান ফেডারেল পুলিশ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। লোয়ার অস্ট্রিয়ার (NÖ) পুলিশ মিউজিকের একটি কনসার্ট রাতে অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীরা কথা বলার জন্য উপলব্ধ, কাজ এবং একটি প্রতিযোগিতা আছে।

ভিয়েনা রাজ্যের পরিবহণ দফতর, কমান্ডো পুলিশ কোবরা এবং WEGA ইউনিটগুলির পাশাপাশি পুলিশের অন্যান্য বিভাগ নিজেদের পরিচয় উপস্থাপন
করছে। উপসংহারে একটি যৌথ অপারেশনাল প্রদর্শনী থাকবে। গত বছর সন্ত্রাস সতর্কতা স্তর বাড়ানোর পর, এইবার কোনও বিশেষ হুমকির লক্ষণ নেই, মন্ত্রণালয় জানিয়েছে। স্বল্পমেয়াদে একটি কংক্রিট মূল্যায়ন হবে, তবে সাধারণ সতর্কতা বহাল রয়েছে।

জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ভিয়েনা সহ সমগ্র দেশে জরুরি পরিষেবা এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থা যেমন ফায়ার ব্রিগেড ও উদ্ধারকর্মীরা সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আজ সন্ধ্যায় অস্ট্রিয়ার জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ফেডারেল প্রেসিডেন্ট প্রফেসর আলেকজান্ডার ফান ডার বেলেন। রাস্টায়াত্ত
টেলিভিশন ORF থেকে সহ অন্যান্য সংবাদ মাধ্যমে তার ভাষণটি সম্প্রচারিত হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »