ভিয়েনা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনার পাতাল রেল (U Bahn) সম্প্রসারণের বাজেট নিয়ে সমস্যা -পুনর্বিবেচনা প্রয়োজন নানা গুঞ্জনের মাঝেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৪ নিহত লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১ শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন বিচার বিভাগের প্রতি ট্রাম্পের আহ্বান রেলের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ জুলাই আন্দোলনে মহিলাদলের ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ : আফরোজা আব্বাস মায়ের মামলায় ছেলে কারাগারে, মামলার বিষয়ে জানেন বাদি ঝিনাইদহে চিকিৎসক সংকটে বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন লিটন

সাহস থাকলে এসে মামলা মোকাবিলা করুন, হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
  • ৪ সময় দেখুন

ইবিটাইমস, ঢাকা: জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এসব মামলার বিষয়ে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সাহস থাকলে তিনি দেশে এসে মামলা মোকাবিলা করবেন।’

রবিবার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এ বিষয়ে তাদের দেশে আনার প্রক্রিয়াটি কি হবে- এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রথম কথা হলো এটা এখনো অ্যাটর্নি জেনারেল অফিসের বিষয় না। তবে আইন যদি বলে, আমি যতটুকু বুঝি- একটা গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে শেখ হাসিনা কোথায় আছেন, সেটা যদি নিশ্চিত হওয়া যায় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন অনুযায়ী ফেরানোর ব্যবস্থা করা যেতে পারে। আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে। এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে।’

‘তবে সাবেক প্রধানমন্ত্রীর কথা যেহেতু বলেছেন। তার নিজের বক্তব্য আপনারা বিশ্লেষণ করবেন। সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হন। আশা করি উনি এটা বিশ্বাস করেন এবং এটা ওনার জন্য ভালো হবে।’ যোগ করেন তিনি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

ভিয়েনার পাতাল রেল (U Bahn) সম্প্রসারণের বাজেট নিয়ে সমস্যা -পুনর্বিবেচনা প্রয়োজন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাহস থাকলে এসে মামলা মোকাবিলা করুন, হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

আপডেটের সময় ১১:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

ইবিটাইমস, ঢাকা: জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এসব মামলার বিষয়ে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সাহস থাকলে তিনি দেশে এসে মামলা মোকাবিলা করবেন।’

রবিবার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এ বিষয়ে তাদের দেশে আনার প্রক্রিয়াটি কি হবে- এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রথম কথা হলো এটা এখনো অ্যাটর্নি জেনারেল অফিসের বিষয় না। তবে আইন যদি বলে, আমি যতটুকু বুঝি- একটা গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে। এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে শেখ হাসিনা কোথায় আছেন, সেটা যদি নিশ্চিত হওয়া যায় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইন অনুযায়ী ফেরানোর ব্যবস্থা করা যেতে পারে। আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে। এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে।’

‘তবে সাবেক প্রধানমন্ত্রীর কথা যেহেতু বলেছেন। তার নিজের বক্তব্য আপনারা বিশ্লেষণ করবেন। সাহস থাকলে বাংলাদেশে এসে আদালতের সামনে দাঁড়িয়ে বিচারের মুখোমুখি হন। আশা করি উনি এটা বিশ্বাস করেন এবং এটা ওনার জন্য ভালো হবে।’ যোগ করেন তিনি।

ঢাকা/ইবিটাইমস/এনএল/আরএন