হবিগঞ্জ প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল অদ্য ১৯ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১২ ঘটিকায় হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন রামপুর চা বাগানের ম্যানেজারের বাংলোতে অভিযান পরিচালনা করে (হবিগঞ্জ জেলার বাহুবল থানার এর মূল হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার বাহুবল থানার দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃতঃ আঃ সহি ছেলে মোঃ আঃ হান্নান (৫২)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উপরোক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস