সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুতে লালমোহনে দোয়া মোনাজাত

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)  এর সদ্য প্রয়াত সভাপতি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক সংগ্রাম লেখক ও পাঠক ফোরামের আয়োজনে শনিবার সকাল ১১:০০ টায় লালমোহন প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক সংগ্রাম লালমোহন উপজেলা প্রতিনিধি মো. মাহাবুব আলমের সভাপতিত্বে ও দৈনিক সংবাদ লালমোহন উপজেলা প্রতিনিধি শাহীন কুতুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, লালমোহন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হক, লালমোহন থানার ওসি তদন্ত মো. মাসুদ আলম হাওলাদার, লালমোহন প্রেসক্লাব আহবায়ক সোহেল আজীজ শাহীন, প্রেসক্লাব সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের উপর আলোচনা করেন ইত্তেফাক প্রতিনিধি এসবি মিলন, ইনকিলাব জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম ও জনকণ্ঠ প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের আলোচনায় মরহুম রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের উপর ব্যাপক আলোচনা করেন এবং বাংলাদেশের জনগন ও সাংবাদিকদের অধিকার আদায়ে তার অবদান তুলে ধরে আগামী দিনে যে কোন অধিকার আদায়ে জেল জুলুম উপেক্ষা করে রুহুল আমীন গাজীর মত সাহসী ভূমিকা রাখার আহবান জানান।

আলোচনা সভা শেষে রুহুল আমিন গাজীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হক।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »